প্রেস বিজ্ঞপ্তিঃ ব্রিফিং সেশনে গতকাল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেছে। তারা আন্তরিকভাবে ইনটেরিম সরকার, জাতিসংঘ এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন, দেশজুড়ে প্রচলিত বুথ-ভিত্তিক ভোটিং পদ্ধতি বন্ধ করে নিরাপদ মোবাইল অ্যাপ-ভিত্তিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং ব্যবস্থা চালু করার জন্য। আল্লামা ইমাম হায়াত বলেন, নিরাপদ মোবাইল অ্যাপ-ভিত্তিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং ব্যবস্থাই একমাত্র উপায় যা মানুষের জীবন, ভোটের নিরাপত্তা, মা-বোন ও প্রবাসী সহ সব ভোটারের অংশগ্রহণ এবং প্রকৃত গণতান্ত্রিক ম্যান্ডেট নিশ্চিত করতে পারে।
ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভোটারদের শারীরিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া ঝুঁকিপূর্ণ এবং জীবন বিপন্ন করতে পারে। বিশেষত মহিলা ভোটারদের জন্য বুথে ভোট দেওয়া বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বিদেশে থাকা প্রবাসী ভোটারদের জন্যও ডাক ভোট বা অন্যান্য পদ্ধতি কার্যকর নয়।প্রস্তাবিত মোবাইল-ভিত্তিক ভোটিং পদ্ধতিতে ভোটাররা তাদের ভোটার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে ভোট প্রদান করবেন। এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই এস্তোনিয়ায় সফলভাবে প্রয়োগ হচ্ছে এবং নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।ইনসানিয়াত বিপ্লবের দাবি, বুথ-ভিত্তিক ভোটিং প্রথা জীবনের ঝুঁকি, ভোটকেন্দ্র দখল এবং ভোটে তদবিরসহ অন্যান্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে। শুধুমাত্র প্রতিটি ভোটারকে নিরাপদ স্থানে বসে নিজের পরিচয় ও বায়োমেট্রিক যাচাই ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ দিলে নির্বাচন সত্যিকারের ফেয়ার, স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত হবে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দ্রুত মোবাইল ভিত্তিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।