যুবলীগ কেন্দ্রীয় নবনির্বাচিত যুগ্ম -সাধারণ সম্পাদক বদিউল আলম এর মতবিনিময়

 


সেলিম  চৌধুরী,  স্টাফ  রিপোর্টারঃ- পটিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ  বদিউল আলম।  মত বিনিময়কালে যুবলীগ কেন্দ্রীয়  কমিটির  নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক  মুহাম্মদ  বদিউল আলম  বলেছেন আমার রাজনীতি পথ চলা ৪১ বছর। অনেক ত্যাগ সংগ্রামের মধ্যে দীর্ঘ পথ চলা আমি একজন রাজনীতিক কর্মী, আমি ছাত্র জীবনের রুট লেভেল থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূন পদে দায়িত্ব পালন করার পর সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দল আমাকে মূল্যায়নের মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমাকে আরো বেশী দায়িত্বশীল করেছেন। সুতরাং  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বিহীন কোন ধরনের নির্বাচনে অংশ নেব না।  আমার উপর অর্পিত  দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে আগামীতে নিজের যোগ্যতা প্রমান করতে পটিয়ার  জনগণের দোয়া ও ভালোবাসা চাই । তিনি আরোও বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যেখানে প্রয়োজন মনে করবেন আমি সেখানেই দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মানব সেবা। মানবসেবা উত্তম সেবা আর আমার  রাজনীতি হচ্ছে মানব সেবার উত্তম পন্থা সেই ব্রত নিয়েই আমি রাজনীতি করি। বদিউল আলম  বলেছেন, আমি কখনো অনিয়ম  দুর্নীতি  বা ভূমি দখলের রাজনীতিতে বিশ্বাসী নই। তিনি আরো বলেন, পটিয়া সাবেক মহকূমা হিসেবে এখানে আইন কলেজ হয়েছে, আরো অনেক প্রতিষ্টানে জেলা পর্যায়ের কার্যক্রম নিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার পটিয়ার এমপি হুইপ  আলহাজ্ব  শামসুল  হক  চৌধুরীর মাধ্যেমে কোটি কোটি  টাকা  উন্নয়ন কাজ এগিয়ে  চলছে। এ ধারাবাহিকতায় সারাদেশে উন্নয়ন কাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। 

তিনি উল্লেখ করে বলেন, চট্টগ্রামে তাকে প্রদত্ত সম্বর্ধনায় চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহা নগরের সাথে তার জন্ম ভূমি পটিয়ার সর্বস্তরের যুবলীগ সহ হাজার হাজার  মানুষ অংশগ্রহন করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামীতে যুবলীগকে শুদ্ধাচারের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার আহবান জানান। তিনি  এক প্রশ্নের জবাবে  বলেন, রাজনীতিতে সম্পর্ক সুন্দর হয় কারো সাথে দুরত্ব  রাজনীতি নয় মানবিক সহনশীল রাজনীতি এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা  করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ