মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃবৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারি পালন করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে এবং কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় 'চলছে মোদের মাস্ক শুমারি, আসুন সবাই মাস্ক পড়ি এই স্লোগান নিয়ে (২ ডিসেম্বর) বুধবার দুপুরে কুলাউড়া থানা প্রাঙ্গণে মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারির উদ্বোধন করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর নেতৃত্বে কুলাউড়া শহরে র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত আমিনুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর কুলাউড়াসহ ৩০টি স্থানে মঞ্চ করে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু করে মৌলভীবাজার জেলা পুলিশ।বুধবার মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি পালনের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।