![]() |
গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল |
আশাশুনি প্রতিনিধিঃসাতক্ষীরা জেলার আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 'ক' শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চাপড়া বলফিল্ড এর পার্শ্বে ২২টি গৃহের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদি পরিদর্শন করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ সময় ঘর পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, সাথে সাথে কাজের গুণগত মান যেন ঠিক থাকে সে ব্যাপারে পরামর্শ ও তাগিদ প্রদান করেন।
এছাড়াও ভূমিহীন পরিবারের জন্য এক একটা সিঙ্গার মেশিন দিয়ে তাদেরকে ইনকামের আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন যাহাতে সবাই, শীতকালীন একটি করে কম্বল পায়।
এসময় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, সার্ভেয়ার অমল কুমার ঘোষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।