তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
দৌলতপুর খেয়াঘাট পারাপারের সময় আজ ১৫ই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মাঝ নদীতে চলমান যাত্রীবাহী নৌকা থেকে পড়ে দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার লিয়াকত আলী মোল্লার পুত্র এম এম জিয়া মাঝ নদীতে পড়ে যায়। ভিকটিম এম এম জিয়া এর চাচাতো ভাই এম এম শফিক জানান তার ছোটভাই মৃগী রোগী ছিলেন।
ঘটনার পর দিঘলিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বেলায়েত হোসেন সহ রেসকিউ টিম তদারকি কার্যক্রম চালাচ্ছেন। রাত এবং নদীতে স্রোত থাকায় আজ নদীতে ডুবুরি নামানো সম্ভব নয় বলে জানান। এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান আগামীকাল সকাল ছয়টা থেকে নদীতে ডুবুরি নামানো হবে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম নিখোঁজ যুবককে উদ্ধারের খোঁজ-খবর নিচ্ছেন।