লাকসাম হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন


মোঃ রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃআজ (১১ডিসেম্বর) বৃহত্তর লাকসাম  হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, লাকসাম উপজেলা শাখার মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননীর-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধার প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার সকাল  শহীদ সৃতি পৌর মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, লাকসাম শাখার মুক্তিযোদ্ধার সন্তানেরা। পুষ্পস্তবক অর্পণ শেষে লাকসাম মুক্তিযোদ্ধার কৃতি সন্তানরা শহীদের এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।


মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, মনিরুল আনোয়ার, ডাঃ আবুল হাসেম, আইউব আলী, শহিদ উল্লাহ্, মমতাজ উদ্দিন প্রমুখ।

 মুক্তিযোদ্ধা আলোক চিত্র উদ্বোধন করেন প্রধান অতিথি লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া।

লাকসাম হানাদার  মুক্ত দিবস উপলক্ষে এ বছর দিবসটি পালনের লক্ষ্যে লাকসাম উপজেলা জেলা প্রশাসন ও  পৌরসভার পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ মোমবাতি প্রজ্বলন, পতাকা ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং  নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ