![]() |
| ঝিকরগাছা নিবার্হী অফিসারের কাছ থেকে সনদ গ্রহণ করছে তানিসা খাতুন-কপোতাক্ষ নিউজ |
স্টাফ রিপোর্টার: উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে তানিসা খাতুন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উপজেলা পর্যায়ে গত ১২ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিসা খাতুন অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তার এই অসাধারণ সফলতার জন্য বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং তার উত্তর উত্তর সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষানুরাগী সদস্য প্রভাষক মহসীন আলী ,সদস্য সামছুর রহমান, কামরুজ্জামান ও শিউলী খাতুন । সে অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী, যার ক্লাস রোল -৩। সে উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিপ্লব হোসেনের কন্যা।
