দড়িকান্দি সারোয়ার হোসেন আউডিয়াল মাদ্রাসায় জরুরি মত বিনিময় সভা


আব্দুর রাজ্জাক, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হরিরামপুর উপজেলা  দড়িকান্দি সারোয়ার হোসেন হাফিজিয়া  আউডিয়াল মাদ্রাসা ও এতিমখানায়  প্লে গ্রুপ - থেকে ১ম শ্রেনী পর্যন্ত ২০২১ইং শিক্ষা বর্ষের  ভর্তি শুরু হয়েছে। এই ব্যাপারে আজ ২৩ শে ডিসেম্বর বুধবার 
এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
  
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান বাবুল
সভাপত্বি করেন আব্দুল ওহাব দড়িকান্দি সারোয়ার হোসেন আউডিয়াল মাদ্রাসা, হরিরামপুর। 

পরিচালনায় ছিলেন হাঃ মাওঃ আলী আজম 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আবুল বাশার সবুজ, জাহিদুর রহমান তুষার  চেয়ারম্যান বয়ড়া ইউনিয়ন পরিষদ, হরিরামপুর  হাঃ শহিদুল্লাহ,  প্রধান শিক্ষক আন্ধারমানিক হাফিজিয়া মাদ্রাসা, জালাল মাস্টার  ,হাঃ মাওঃ খলিলুর  রহমান,হাঃ মাওঃ জাহিদুর  রহমান,প্রিন্সিপাল মতলপুর আদর্শ দাখিল মাদ্রাসা,মাওঃ রবিউল ইসলাম ভাইস প্রিন্সিপাল মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসা ,হাঃ মাওঃ বাদশা মিয়া,মোঃ হানিফ খান,সিরাজুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।সকলে মাদ্রাসার সার্বিক কল্যাণ ও উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন হাঃ মিজানুর  রহমান ,হাঃ মাওঃ আব্দুর রাজ্জাক ,হাঃমাঃ মাহফুজ, হরিরামপুর,মাদ্রাসার প্রধান শিক্ষক  হাঃ মাওঃ রমজান আলী সহ অত প্রতিষ্ঠান ছাত্র /ছাত্রীদের অভিভাবকগন এবং প্রতিষ্ঠান সার্বিক মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ