মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে নিহত-১

মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে নিহিত-১

আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে প্রাণেষ চন্দ্র সরকার (৩৫) নামে এক ব্যাক্তি নিহিত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার কাজিয়াটি ব্রীজের পুর্ব পাশে এ ঘটনা ঘটেছে। 
মোহনগঞ্জ হইতে ঢাকা গামী  মহুয়া কম্পিউটার ট্রেনের নীচে কাটা পড়ে নিহিত হন প্রাণেষ চন্দ্র সরকার, তিনি উপজেলার ১নং বড় কাশিয়া বিরামপুর ইউনিয়নের বড় কাশিয়া গ্রামের নিখিল চন্দ্র সরকারের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, প্রাণেষ চন্দ্র সরকার মানসিক ভারসাম্যহীন ছিল,রেল লাইনের উপর থেকে লোকজন লক্ষ করে  ঢিল ছুঁড়তে ছিল এমন সময় মোহনগঞ্জ রেল ষ্টেশন হতে ছেড়ে আসা ঢাকা গামী  মহুয়া কম্পিউটার ট্রেনের নীচে কাটা পড়ে  নিহিত হন তিনি। 
 রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহিতের পরিবারের কাছ থেকে কোন অভিযোগ নেই, রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ