সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামের পটিয়া ডিএনসি'র সার্কেল পটিয়া হাতে চন্দনাইশে ৩,৫০০পিসইয়াবা সহ কক্সবাজারের ২ জন আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা সুএে জানাগেছ,
০৮/১২/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ কক্সবাজার রামু ও টেকনাফ এলাকার দুইজনকে জ গ্রেফতার করে। আসামী- মোঃ মিজান (২২)(বাঁমে), পিতা- মৃত শাহ আলম, মাতা- জাহানারা বেগম, সাং- নয়া বাজার, পোস্টঃ হোয়াইক্যাং, ওয়ার্ড নং-০৭, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা- কক্সবাজার কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ২৫০০ পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে থেকে আটক করা হয়। সে ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায়,,,এবং আসামী- হামিদুল হক (২২)(ডানে), পিতাঃ আলী আহম্মদ, মাতাঃ নুরজাহান বেগম, সাংঃ ধোয়া পালং, নাপিত পাড়া, ওয়ার্ড নং -০৬, ০৬ নং খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার কে ১,০০০ পিস ইয়াবা পিল সহ একই স্থান থেকে আটক করা হয়।
তাদের সকাল প্রায় ০৮ঃ৩০-০৯ঃ৩০ ঘটিকায় অভিযানে আটক করে ইয়াবা জব্দ করতঃ সংরক্ষণ ও বহনের অপরাধে চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
