 |
| রতন কান্দিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত |
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ মজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ১ং রতন কান্দি ইউনিয়নে বয়ড়া ভেন্নাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং মুক্ত সমাজ গড়তে ও তৃনমূল থেকে সকল অপরাধ দমনের জন্য পুলিশ প্রতিটি ইউনিয়ন পরিষদের একটি করে বিট পুলিশিং ডেক্স চালু করেছে।এর জন্য সচেতনতা মূলক এই বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। রতন কান্দি ইউনিয়ন আঃমীলীগের ভার প্রাপ্ত সভাপতি ছাইদুল ইসলাম জুরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার।সদর থানা অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী, এস আই আনিছুর রহমান, সাংবাদিক মাসুদ রানা (বাচ্চু), রতন কান্দি ইউনিয়ন আঃমীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো।
ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আঃ আলিম খান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু। রতনকান্দি ইপি সদস্য চাঁন মিয়া,ওসমানগুনি,হীরন,আঃআলিম,আবুল কালাম,বেবী খাতুন সহ অত্র ইউনিয়নের সাধারণ জনতার এক অংশ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রতনকান্দি ইউনিয়ন আঃমীলীগের শ্রমবিষয় সম্পাদক বাবুল আক্তার।