মোঃ লাতিফুল আজম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌধুরীর স্টান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি রণচন্ডি ইউনিয়নের মৃত জোবেদ আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে বড়ভিটা বাজার হয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথিমধ্যে বড়ভিটা চৌধুরীর স্টান্ড নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা জলঢাকা গামী একটি ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল,ট্রাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
