সিরাজগঞ্জ রতনকান্দিতে সার্কাসের হাতির মৃত্যু

সিরাজগঞ্জ রতনকান্দিতে সার্কাসের হাতির মৃত্যু

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃদি কিং স্টার সার্কাসের অসুস্থ হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।হাতির মায়ুথ মো. সোহেল রানা জানান, হাতিটির টিউমার হলে ১৫ দিন আগে রাজশাহী বনবিভাগের সহযোগীতায় চিকিৎসার পর একটু সুস্থ হলে সিরাজগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হই হাতিটি নিয়ে। এরপর সিরাজগঞ্জ সীমান্ত বাজার এলাকায় এলে হাতিটি শুয়ে পড়ে। এর কিছুক্ষন পর হাতির মৃত্যুর হয়।হাতির মালিক মো. আব্দুল জলিল জানান, করোনার প্রভাবে সার্কাস বন্ধ হয়ে যায়। সার্কাস বন্ধ হওয়ায় হাতিটি বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভাড়া দেয়া হতো। হাতিটি মারা যাওয়ায় অপুরনীয় ক্ষতিসাধন হলো এবিষয়ে দি কিং ষ্টার সার্কাসের মালিক মোঃ আশরাফুল আলম বলেন আমার সার্কাসে আগে ভারা নিতাম কিন্ত করোনার কারণে সার্কাস বন্ধ থাকায় হাতির খাবারের জন্য বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে হাতির খাওয়ান ঝোগার করে। বুধবার বিকালে হাতিপরিচালনা কারি সোহেল এসে বলে ভাই হাতিটি অসুস্থ তাই আপনার এখানে আজকে থেকে সকালে গাড়িতে করে সিলেট জাব হঠাৎ ভোর ৫টায় বলে ভাই হাতিটা মারা গেছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.হারুন অর রশিদ জানান, আমি বিষয়টি অবগত হয়ে সরজমিনে এসেছি। বন বিভাগের কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ঋষিতেশ চন্দ্র রায় জানান, হাতির মালিক বন বিভাগের লাইসেন্সধারী হলে প্রাণি সম্পদের ডাঃ দ্বারা মৃত্যুর কারন জেনে মালিকের নিকট হস্তান্তর করা হবে। লাইসেন্সধারী না হলে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ