কয়রায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননায় তীব্র নিন্দা প্রতিবাদ এবং ষড়যন্ত্রকারীদের  দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস,এম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ইমদাদুল হক টিটু, আল আমিন খোকন, ইউপি সদস্য গনেষ চন্দ্র মন্ডল, রেজাউল ইসলাম সজিব, মেজবাহ উদ্দীন মাসুম, রবিউল ইসলাম রবিন, রোকনুজ্জামান কাজল, তরিকুল ইসলাম সাগর, জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ রানা শেফার, আবুল হাসনাত রিজভী, আমিনুর রহমান রাজা,ইসমাইল হোসেন, সাইদুর রহমান তুহিন, ফেরদাউস, বিল্লু, শেখ জোবায়ের হোসেন, বেল্লাল, নিতিশ, মোস্তাফিজ, আশিক সোহেল রানা, অপু সরকার, বাদশা, উজ্জল, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ