কুষ্টিয়ায় বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝিকরগাছায় বিশাল বিক্ষোভ মিছিল

আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক-মৌলবাদী-ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে।

যশোরের ঝিকরগাছা উপজেলায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিনের নেতৃত্বে, ঝিকরগাছা পৌর সদরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে, ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা সেলিম রেজা, ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও বর্তমান  এমপি প্রতিনিধি আমিনুর রহমান,  ১১ নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলী সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ