বঙ্গবন্ধু ছিলেন শোষিত ও অসহায় মানুষের পক্ষে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন স্বপন ভট্টাচার্য


স্টাফ রিপোর্টার: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিত ও অসহায় মানুষের পক্ষে। তিনি বাংলাদেশের অবহেলিত মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সমবায় ভিত্তিক একটি সমাজ গড়তে চেয়েছিলেন। দেশের কৃষক, তাঁতী, কামার, কুমার, জেলে এরকম বঞ্চিতদেরকে ঐক্যবদ্ধ করে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্যে তিনি সমবায়ের উপর নির্ভর করছিলেন। বৃহস্পতিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা এলাকায় একটি সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা সমবায় অধিদফতরের আয়োজনে জনতা পিকনিক কর্নারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ। এসময়ে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান, সমবায়ের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম ও খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তি অধিকারী, জেলা সমবায় নিবন্ধক তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, জনতা সমিতির প্রতিষ্ঠাতা গোলাম কুদ্দুস, সফল উদ্যেক্তা চন্দ্রিমা মন্ডল, দিপংকর মন্ডল প্রমুখ। প্রতিমন্ত্রী পরে সুবিধা বঞ্চিত ৮/১০ জন নারীদের দুগ্ধ খামার পরিদর্শন করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ