![]() |
| দিনাজপুর জেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারি ২ জনকে সম্মাননা |
মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ উদযাপণ উপলক্ষে রংপুরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগের সর্বচ্চ ভ্যাট প্রদানকারিদের সম্মাননা ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০১৮-২০১৯ অর্থ বছরের সারাদেশে জেলা ভিত্তিক ১৩১জন সর্বচ্চ মূল্য সংযোজন কর পরিষদকারিদের সম্মাননা প্রদান করা হয়েছে। তার মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারি ২ জনকে সম্মাননা প্রদান করা হয় ব্যবসায়ি খাতে ১জন এবং অপরজন উৎপাদন খাতে।
উৎপাদন শিল্পে পাটোয়ারী বিজনেজ হাউস(প্রাঃ)লিঃ এর ইউনিট আর বি পি ওভেন ইন্ডাস্ট্রিজ-কে দিনাজপুর জেলার সর্বচ্চ ভ্যাট প্রদানকারি হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়েছে।
রংপুরে অনুষ্ঠিত জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ উদযাপণ উপলক্ষে সর্বচ্চ ভ্যাট প্রদানকারিদের সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন পাটোয়ারী বিজনেজ হাউস(প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী (মোহন)।
উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার শওকত আলী সাদী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার।
