মাসুদ রানা,সিরাজগঞ্জ,জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নে বাহুকাতে ঘরে শিং কেটে চুরির হিড়িক পরেছে। শিং কেটে চুরির উপদ্রুপ এলাকার সাধারণ কৃষক বিপাকে পড়েছেন। ঘটনাটি ঘটেছে বাহুকা এলাকায়। এবিষয়ে চুরি হওয়া ঘর মালিকগন অভিযোগ করে বলেন। অভিযোগে জানা যায়, গত (শুক্রবার) বাহুকা এলাকার জয়নাল মন্ডলের ছেলে আঃ হাকিম (৩৫) এর ঘরে থাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দের ভরি গোহনা সহ ঘরে থাকা পরনের কাপর রাতে, ঘরের শিং কেটে চুরি করে নিয়ে যায় । এসময় বাড়ির মালিক চুরির ঘটনাটি টের পেয়ে হৈ-চৈ শুরু করেন। স্থানীয়রা জানায়, ছোনগাছা ইউনিয়নে ডিঙ্গীপাড়া গ্রামে মৃত ছবদের আলীর ছেলে গাজীউর রহমান মঙ্গল বার তার ঘরে ও শিং কেটে ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি করে নিয়ে যায়। আরো পড়ুনঃ বগুড়া জুড়েই মোড়ে মোড়ে শীতের ভাপা পিঠা
গত মাসে একই এলাকার বেশ কয়টি বাড়ি এ ভাবে চুরি হয়ে যায়। চুরির বিষয়টি নিয়ে কোন প্রতিকার না হওয়ায় বাহুকা ও ডিঙ্গীপাড়া গ্রামে আতংক বিরাজ করছে। এলাকাবাসি এখন চুরির ভয়ে রাত জেগে বাড়ি ঘর ও গরু পাহারা দিচ্ছে।এবিষয়ে রতন কান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, চোরের খপ্পরে পরে হতদরিদ্র কৃষকের কষ্টের টাকা পয়সা ও পালিত গরু যা ঐ পরিবারের আয়ের মূল উৎস তা হারিয়ে কৃষকরা নিঃশ্ব হয়ে জাচ্ছে।বিষয়টি সরজমিনে তদন্ত করে চুরির উপদ্রুপ থেকে রেহাই পেতে চায় এলাকাবাসি।
