সাতক্ষীরা'র কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

সাতক্ষীরা'র কলারোয়ায় সড়ক দুর্ঘটনায়  মাদরাসা ছাত্র নিহত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়টা-কুশোডাঙ্গা রোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।

প্রক্ষ্যদর্শীরা জানান, নতুন একটি অ্যাপাচি মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে রায়টা- কুশোডাঙ্গা রোড দিয়ে যাচ্ছিলো দুই যুবক।এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রত গতির একটি নছিমন তাদের সম্মুখ থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালকসহ দুইজন মাটিতে পড়ে যায়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকৎসক উপজেলার রায়টা গ্রামের বিশ্বাস  পাড়া এলাকার আব্দুল খালেকের মাদরাসা পড়ুয়া ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭) কে মৃত্যু ঘোষনা করেন। 

এসময় তার সাথে থাকা আহত অপর বন্ধু উপজেলার মেহমানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০) কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন। এঘটনার পরে ঘাতক নছিমন চালক ঘটনা স্থান থেকে পালিয়ে যায় বলে জানা যায়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেছন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ