মোবাইল ও কাগজপত্র থানায় জমা দিয়ে মহত্ত্বের পরিচয় দিলেন রকেট

কলিন চন্দ্র (ইতু রায়),ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৩ ডিসেম্বর বুধবার রাতে একটি মোবাইল সেট সেম্ফোনী বিএল ৯৭ ও সাথে থাকা প্রয়োজনীয় হিসাবের কাগজপত্র কুড়িয়ে পান থানা গেটের সামনে রকেট কম্পিউটারের স্বত্তাধিকারী আফসার আলী রকেট।তিনি এসব কুড়িয়ে পাওয়ার পর তৎক্ষণাৎ গিয়ে রাণীশংকৈল থানায় জমা দিয়ে দেন।

নিজ দোকানের সামনে মহাসড়কের উপরে পড়ে থাকা অবস্হায় রাত ৯ টায় সময় মোবাইল সহ প্রয়োজনীয় কাগজপত্র গুলো কুড়িয়ে পান বলে রকেট জানান।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ সেখ ও সাব ইন্সপেক্টর আহসান হাবিবের হাতে মোবাইল সেট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মহানুভবতার পরিচয় দেন রকেট।

এ বিষয়ে ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিয়ে রকেট অনেক মহত্ত্বের কাজ করেছে।প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে হারিয়ে ফেলা মোবাইল সহ সবকিছু ফেরত দিতে প্রয়োজনীয় উদ্দোগ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ