![]() |
| নগরকান্দায় অগ্নিকান্ডে দু'টি বসত ঘর পুড়ে ছাই |
ফরিদপুর প্রতিনিধিঃ নগরকান্দা ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের রামেরচর এলাকায় চোকদার বাড়ীতে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত আনুমানিক ১০.০০ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পার্শ্ববর্তী এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিল হওয়ায় বাড়ীতে কোন লোকজনের উপস্থিতি ছিল না। যার ফলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের লেলিহান দেখে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনের আগেই অগ্নিকান্ডে সিরাজ চোকদার ও সালাম চোকদারের ২টি বসতঘর ও আসবাবপত্র পুরোপুরি পুড়ে যায়। চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। আগুনে ২টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা যায়নি । তার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কিছু নগদ আর্থিক সহযোগিতা করেছেন বলে তিনি জানান।
