আহসান উল্লাহ বাবলু,আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃআশাশুনিতে এসআই হাসানুজ্জামানের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির এর সভাপতিত্বে এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, আশাশুনি থানা থেকে খুলনায় সদ্য যোগদানকারী এসআই হাসানুজ্জামানসহ থানার সকল এসআই, এএসআই ও থানা স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যশোর জেলার ঝিকরগাছা থানার বকুলিয়া গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে হাসানুজ্জামান এসআই হিসাবে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে রাজশাহীর শারদায় ১বছরের ট্রেনিং শেষে ২০১৩ সালের ১৮ফেব্রুয়ারী বরিশাল জেলায় যোগদান করেন। এরপর বিভিন্নস্থানে সুনামের সহিত চাকরী করার পাশাপাশি সর্বশেষ আশাশুনিতে চাকরী করার পর গত ৩০ নভেম্বর তিনি খুলনা জেলায় বদলী হয়েছেন।
আশাশুনির শ্রীউলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ইউনিয়নের নাকতাড়া বাজারের মন্ডল মার্কেটে কাকড়াবুনিয়া গ্রামবাসীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় তিনি বলেন, বিগত দিনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে সর্বদা মানুষের কল্যাণে কাজ করে এসেছি। আগামীতেও যেন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। মতবিনিময়কালে ইউপি সদস্য জালাল উদ্দিন, ইয়াছিন আলি, সাবেক ইউপি সদস্য কামরুল হুদা মিলন, মাওলানা খলিলুর রহমান, হাফেজ হাসেম আলী, মাওলানা তরিকুল ইসলাম, ঠিকাদার আব্দুস সালাম, কাকড়াবুনিয়া সবুজ সংঘের সভাপতি হাসানুজ্জামান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারন উপস্থিত ছিলেন।