ফেন্সিডিল সহ ঝিকরগাছায় ব্যবসায়ী আটক

খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলন্ ব্যুরো প্রধানঃ পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইন-চার্জ ঝিকরগাছা থানার সার্বিক তত্ত্বাবধানে ঝিকরগাছা থানার এসআই (নিঃ)/কাজী মোঃ সাহিদুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ আনিছুর রহমান সংগীয় ফোর্স সহ ইং ২৩/১২/২০২০ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন মধুখালী সাকিনস্থ বারবাকপুর টু ছুটিপুর রোডস্থ জনৈক মোঃ সোহাগ হোসেন, পিতা-মোঃ আরাফাত মন্ডল এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি Apache R.T.R 160 CC মোটর সাইকেলসহ আসামী মোঃ ওমর ফারুক (২৫), পিতা- মোঃ আজিজুর রহমান, গ্রাম-কাশিপুর (পশ্চিমপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর’কে গ্রেফতার করেন। এই সংক্রান্তে ঝিকরগাছা থানার মামলা নং-১৭, তাং-২৩/১২/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ)/৩৮ রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তি পুলিশ প্রহরায় প্রেরণ করা হইয়াছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ