৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবু মোঃ নাহিদ ব্যাপক প্রচার প্রচারনায় এগিয়ে

 
আব্দুর রাজ্জাক,  মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে  ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবু মোঃ নাহিদ ব্যাপক প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছে।  

কাউন্সিল প্রার্থী আবু মোঃ নাহিদ বলেন আমার অঙ্গিকার ৮নং ওয়ার্ডের উন্নয়ন। এই ওয়ার্ডে পৌরসভার পানি ও গ্যাস এর ব্যবস্থা নেই, রাস্তা ঘাট ভালো না।
আরেকটি বড় সমস্যা হলো পাশে কালিগঙ্গা নদী বন্যার পানিতে কিছু অংশ ভেঙ্গে গেছে এ ওয়ার্ড টি একেবারে হুমকির মুখি। 
আমি যদি কাউন্সিল হতে পারি তাহলে মেয়র এর মাধ্যমে একটি স্থায়ী বেড়িবাদ নির্মাণ অন্য অন্য  অভাব গুলো পূরণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমি ৮নং ওয়ার্ড এর একজন নাগরিক। অত এব ৮নং ওয়ার্ড  আমার আমি নির্বাচনে জয় হলে ৮নং ওয়ার্ড থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক  ওয়ার্ড উপহার দিতে চাই। 

আবু মোঃ নাহিদ বলেন আমি 
নির্বাচনে পানির বোতল মার্কা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।  কারণ আমি ব্যাপক পরিমাণে  জন সাধারণের সারা পেয়েছি। আমি ৮নং ওয়ার্ডের সকল জন গনের নিকট দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ