আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ "অপরাধীর সংবাদ প্রচারে আমরা অঙ্গিকার বদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাতক্ষীরায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ উদ্দীপনায় কেক কেটে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর-২০২০) বিকাল ৫ টার সময় সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র (সংগ্রাম হাসপাতাল এর সামনে) সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন এর অফিসে,সাতক্ষীরা জেলা মাতৃজগত পত্রিকার সকল প্রতিনিধিবৃন্দ আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাতক্ষীরা ব্যুরো এম ইদ্রীস আলি'র সভাপতিত্বে ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি বি এম মাসুদুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক কপোতাক্ষ নিউজ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম সাদী, ভোরের পাতার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রতিনিধি ডাঃ মহিদার রহমান
আরো উপস্থিত ছিলেন, মাতৃজগত টিভি'র সাতক্ষীরা সদর প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সময় বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, দৈনিক রাজপথের দাবি পত্রিকার জেলা প্রতিনিধি শাহনওয়াজ মাহমুদ রনি প্রমুখ।
আলোচনা সভায় আলোচকবৃন্দ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার শাফল্য কামনা করে, সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ব্যাপারে ব্যাপক আলোচনা করেন।
