বড়লেখায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ
![]() |
বড়লেখায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ |
অভিনেতা আবদুল কাদের এবার করোনা পজিটিভ
জাতীয় কারাতে জবি শিক্ষার্থী নাইমের স্বর্ণ জয়
শার্শায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এবং সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এই গণশুনানীর কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি যশোর এবং রুপান্তরের যৌথ আয়োজনে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডি'র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)এ্যাকটিভিটির অর্থায়নে প্রাতিষ্ঠানিক গণশুনানির আয়োজন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইডের আইনগত সহায়তা বিষয়ক সিনিয়র জজ আহসান কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচিব বি এম শরিফুল ইসলাম, ইউপি সদস্য আবু তালেব, আলমগীর হোসেন, আলী আহম্মদ, আরিনা খাতুন ও শামিমা আক্তার, সহকারী শিক্ষক শাহিনা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু, উপজেলা ফিল্ড অফিসার সাবিনা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠান শেষে ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং রুপান্তরের কার্যক্রম পর্যালোচনা ও লিগ্যাল এইডে সুবিধাভোগীদের কাছ থেকে গণশুনানি ও আইন সহায়তা মূলক পরামর্শ প্রদান করেন অতিথিরা।
থার্টিফার্স্ট নাইটে ডিজে পার্টি বন্ধ!
তিনি বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, মহামারি বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানসমূহ সীমিত আকারে পালন করা হচ্ছে। প্রচুরসংখ্যক লোক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে লন্ডনে গ্রেড-৪ লকডাউন চলছে। তাই বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার অনুষ্ঠান সীমিত আকারে পালিত হচ্ছে।
তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে চার্চে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি খ্রিষ্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চার্চগুলোতে এলাকাভিত্তিক বিভিন্ন সময়ে একাধিক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করলে ভাল হবে।
থার্টিফার্স্টের নিরাপত্তা উপলক্ষে ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোন পার্টি করতে দেওয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে কোন ক্রমেই ডিজে পার্টি করতে দেওয়া হবে না। হোটেলগুলোতে অনুষ্ঠানের কারণে রাস্তায় যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে থার্টিফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না।
কমিশনার আরও বলেন, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যা থেকে বারগুলো বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে যথারীতি রাত ৮টার পর সকল ফাস্টফুড দোকানসহ মার্কেট বন্ধ থাকবে।
বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সমন্বয় সভায় গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হবে। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করা হবে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা। থাকবে চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। চার্চ এলাকায় কোন ভাসমান দোকান বা হকার বসতে দেওয়া হবে না। কোন প্রকার ব্যাগ, পোটলা, বাক্স, কার্টন ইত্যাদি নিয়ে চার্চে আসা যাবে না।
এছাড়াও, প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশ পথে সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, জীবানুনাশক অটো স্প্রে মেশিন অথবা টানেল বসানোর ব্যবস্থা করতে হবে। চার্চের ফাদার ও দায়িত্বরত ব্যক্তিবর্গসহ সকল ভক্ত দর্শনার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক। সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ অসুস্থ্য, বয়স্ক ও শিশু দর্শনার্থীদের অনুষ্ঠানে আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানস্থলে একমুখি চলাচল নিশ্চিত করতে হবে। সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আশাশুনি মাধ্যঃ বালিকা বিদ্যালয়ে গোপনে কমিটি গঠনের অভিযোগ
আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে ম্যানজিং কমিটি গঠনের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর একজন অভিভাবক লিখিত অভিযাগ করেছেন। স্কুলের অভিভাবক মোঃ মফিজুল ইসলাম কর্তৃক জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, আশাশুনি উপজলা নির্বাহী অফিসার ও উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত পৃথক পৃথক আবেদনে জানাগেছে, স্কুলের ম্যানজিং কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী সময়ের মধ্যে বিধি অনুযায়ী পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। কিন্তু বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটি গোপনীয়ভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পাদন করে চলেছে। বিধি মোতাবেক মাইকিং করা, জনসমুক্ষ প্রচার করা, নোটিশ দিয়া ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। এমনকি খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা নোটিশ বোর্ডে টানানো হয়নি। ম্যানজিং কমিটি গঠনের নীতিমালা ও বিধিবিধান লংঘন করে একটি পক্ষ কাউকে কিছু না জানিয় গোপনে কমিটি গঠনর পায়তারা চালানোর ঘটনায় সচেতন মহল হতাশ হয়ে পড়েছে। ভোটার তালিকা ও অন্যান্য কোন প্রকার তথ্য না পাওয়ায় অভিভাবকরা ধুয়াশার মধ্য রয়েছে। এব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধি মোতাবেক ম্যানজিং কমিটি গঠনের জোর দাবি জানিয়ছেন অভিভাবক মোঃ মফিজুল ইসলাম। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ সাংবাদিকদের বলেন,শুনেছি আমাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হবে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পায় নাই। নির্বাচনের ব্যাপারে আমার কিছুই জানানেই। প্রধান শিক্ষক কার্যক্রম পরিচালনা করবেন, তিনি আমাকে জানালে ও দায়িত্ব পালনের চিঠি পেলে তখন বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হবে।
আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ
আত্রাইয়ের মির্জাপুর কাসেমুল উলুম মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে
![]() |
আত্রাইয়ের মির্জাপুর কাসেমুল উলুম মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে |
মেডিকেল অফিসার ডাক্তার শাকের আহমেদ জনির বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ!
![]() |
মেডিকেল অফিসার ডাক্তার শাকের আহমেদ জনির বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ! |
কুলাউড়ায় ৩ নেতাকর্মীকে বহিষ্কার করলো উপজেলা বিএনপি
সস্ত্রাস জঙ্গিবাদ সম্পর্কে ইসলামের করনীয়
পটিয়ায় ডিএনসি'র হাতে ২,৪০০ পিস ইয়াবাসহ আটক- ১
![]() |
পটিয়ায় ডিএনসি'র হাতে ২,৪০০ পিস ইয়াবাসহ আটক- ১ |
দিনাজপুরের তিনটি পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
![]() |
দিনাজপুরের তিনটি পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল |
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ২য় ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করছেন দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আজ শেষ দিনে সকাল ১০টায় থেকে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন মেয়র এবং কাউন্সিলর পদ প্রার্থীরা। দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জ পৗরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ জেলায় ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভা গুলোতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ সতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবে। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
দিনাজপুর পৌরসভা মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী রাশেদ পারভেজ,বিএনপি জাহাঙ্গীর আলম,জাতীয় পাটির আহমেদ শফি রুবেল,কমিউনিষ্ট পাটির মেহেরুল ইসলাম, স্বতন্ত্র তহিদুল ইসলামসহ ৩ পৌরসভায় মেয়র পদে মোট ৭ , বিরামপুর ৬,বীরগঞ্জ ৫ মনোনয়ন জমা দিয়েছেন।
তবে চলতি মাসের ২৮ তারিখে প্রথম বারের মত ফুলবাড়ী পৌরসভায় ইভিএমএ ভোট গ্রহন
দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার উপায়
আল্লাহর কাছে দোয়া করলে আসলেই কি সেটা কাজ করে নাকি আমরা শুধু নিজেদেরকে শান্তনাই দিয়ে থাকি।
দোয়া অনেক মূল্যবান জিনিস। দোয়ার মাধ্যমে বান্দা ও আল্লাহ্র মাঝে একটি সম্পর্ক যুক্ত থাকে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের কে মাফ করে দেন।আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামীন কিছু জিনিস ঠিক করে রেখেছেন।
যেমন:-
আমরা কোথায় জন্মগ্রহন করবো, আমরা কোথায় মৃত্যুবরণ করবো।আমাদের চেহারা দেখতে কেমন হবে, আমাদের রিজিক কতটুকু পাবো, আমরা মানুষের সাথে কেমন আচরণ করবো, আমরা আমাদের ধর্মের কতটুকু মেনে চলবো ইত্যাদি।
ঠিক তেমনি দুনিয়ার জীবন হলো পরিক্ষার হল।
আল্লাহ্ আমাদের পরীক্ষা নিবেন, এবং আমরা কি কি পরিস্থিতিতে পরবো,এমন অনেক বিষয়ই আগে থেকেই আল্লাহ ঠিক করে রেখেছে।
আবার কিছু কিছু জিনিস আছে যা আল্লাহ ফায়সালা করে রেখেছেন,যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তাঁর বান্দাদের কে দিবেন।
আর যদি না চাই আল্লাহ দিবেন না।
তাই আল্লাহর কাছে সবসময় চাইতে হবে।
আল্লাহ বলেন:-তোমরা আমাকে ডাক,আমি তোমাদের ডাকে সাড়া দিব।(-সুরা মু’মিন ৪০-৬০-)
আল্লাহ তায়ালা আরেকটি জায়গায় বলেন:-“হে আদম সন্তান,তুমি যতদিন আমাকে ডাকবে ও আমার কাছে আশা করবে,তোমার পাপ যা-ই হোক না কেন,আমি তা ক্ষমা করে দিব,এতে আমার কোনো পরওয়া নেই।
হে বনী আদম,তোমার পাপ যদি আকাশের মেঘমালায় উপনীত হয়,এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও,তবুও,আমি ক্ষমা করে দিবো, এতে আমার কোনো পরওয়া নেই।
তিরমিযীন শরীফের-৩৫৪০ নম্বর হাদীসে এসেছে:- হে বনী আদম, তুমি যদি পৃথিবী পরিমান পাপ নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও,আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাকো,তবে, আমি সেই পরিমান ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করবো।
আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়াটাও একটা ইবাদাত। দোয়াকে ইবাদাতের রুহ বলা হয়েছে। এমনকি রাসূল (সঃ) বলেছেন:-”তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে,এমনকি যদি জুতার ফিতা ছিড়ে যায় তাহলে তাও তাঁর কাছেই চাইবে।এমনকি লবণও তাঁর কাছেই চাইবে।”(সুনানে তিরমিযী, কিতাবুত দাওয়াত, নং ৩৯৭৩)
আমরা যে নামায পড়ি এই পুরো নামাজই দোয়া। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্ এমন নয় যে সবকিছু সৃষ্টি করে ঘুমিয়ে পড়েছেন।বরং তিনি হচ্ছেন ‘হাইয়্যুল ক্বাইয়্যুম’ তিনি ঘুমান না এবং সবসময়েই আমাদের দেখছেন।
সুতরাং:- আমরা আল্লাহর কাছে সবসময় প্রয়োজন পুরনের জন্য চাইবো।তেমনি অন্যায় হয়ে গেলে ক্ষমা চাইবো। তিনি ২৪ ঘন্টাই আমাদের সাথে যুক্ত আছেন। তাই আল্লাহর সাথে সকল ক্ষেত্রে আমরা সম্পর্ক রাখবো দোয়ার মাধ্যমে।
”আল্লাহ কষ্টের পর সুখ দিবেন”
(-সূরা ত্বলাক:-৭)
”নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি”
(-সূরা ইনশিরাহ:-৬)
”জেনে রেখো,আল্লাহর সাহায্য নিকটে”
(-সূরা বাক্বারা:-২১৪)
আকরাম হোসাইন
‘ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক খবরের ডাকঘর পত্রিকা’
‘মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক কপোতাক্ষ নিউজ পত্রিকা’-‘প্রতিনিধি-দৈনিক ইতি কথা পত্রিকা’