মোহা: ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃঅন্যের দেওয়া টাকা কিংবা ওষুধে চিকিৎসা পাবে দুস্থ রোগীরা'- ঠিক এমনই চিন্তা ধারা থেকে খুলনার কয়রা উপজেলার মধুর মোড়ের নাসিম মেডিকেল হলে যাত্রা করেছে ফ্রি মেডিসিন ব্যাংক।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ওষুধ প্রদান করে এই মেডিসিন ব্যাংক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ ক্লিনিকের পরিচালক ডাঃ ইমদাদুল ইসলাম, নাসিম মেডিকেল হলের পরিচালক এস এম ইয়াহিয়া, হিউম্যানিটি ফার্স্টের আঞ্চলিক প্রতিনিধি মাহমুদুল হাসান বাদশাহ, বায়জিদ হোসেন, সাইফুল ইসলাম, আবুহেনা কামাল,রায়হান, হাবিবুর, এনামুল, আনাম প্রমুখ।
হিউম্যানিটি ফার্স্টের পরিচালক প্রভাষক ইদ্রিস আলী বলেন, ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় এখানে আপনি প্রয়োজনীয় কিছু ওষুধ রেখে যেতে পারেন। অথবা আপনার বাসায় পড়ে থাকা অব্যবহৃত ওষুধ এই মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। অথবা আপনি হয়তো ১০০০ টাকার ওষুধ কিনছেন, অন্তত ১০ টাকা আমাদের ফ্রি মেডিসিন ব্যাংকে দিতে পারেন। আপনার রাখা ওষুধ অথবা টাকা দিয়ে ওষুধ কিনতে পারে না এমন ব্যক্তিদের ওষুধ কিনে দেওয়া হবে।