জুড়ী উপজেলার সন্তান সাব্বির আহমদ মিফতা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত

বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার ১৮ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাক্ষরিত একটি প্যাডে রুবেল মিয়া-কে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করে ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়। এ কমিটিতে জুড়ী থেকে যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচত হয়েছেন জুড়ী বড়লেখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন বটল সাহেবের কনিষ্ঠ সন্তান সাব্বির আহমদ মিফতা। আমেরিকা প্রবাসী মিফতা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করছেন জুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পূর্ব জুড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সন্তান সাব্বির আহমদ মিফতা কেন্দ্র ও জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ব্যক্তিগত বার্তায় তিনি জানান, 'রাজনীতি ও সমাজসেবার সাথে থেকে আমার পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে চাই। পিতার আদর্শে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলেই নিজেকে সফল ও স্বার্থক মনে করবো। সুন্দর আগামীর জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা চাই।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ