মো: রাশেদুল ইসলাম (রাশেদ),
উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোটমারী হইতে চামটারহাট (৪কি.মি) ভাঙ্গা রাস্তা সৎকারের দায়িত্ব পেয়েছেন এলজিআরডি তারা পুরনো রাস্তা ভেঙ্গে নতুন ভাবে সৎকার না করেই পুরনো পিচ মাখা পাথর, ইটের খোয়া দিয়েই রাস্তা সৎকার করছেন এটি প্রতিহত করলেন আমেরিকান প্রবাসী মোঃ আমিনুর রহমান ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এইভাবে ধ্বংস করছে কিছু দুষ্কৃতিকারী এটি প্রতিহত করা শুধু আমেরিকান প্রবাসীর নয় এটি প্রতিহত করা সকল জনসাধারণের দায়িত্ব এবং কর্তব্য। ভোটমারী হইতে চামটারহাট (৪কি.মি.) রাস্তা এইভাবে সৎকার হলে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে রাস্তা গর্ত গর্ত হয়ে যাবে ফলে দুর্ঘটনা থেকে কেউ রেহাই পাবে না।
আমেরিকান প্রবাসী বলেছেন কৃষক, শ্রমিক, দিন মজুর এর টাকা রাস্তা সৎকার হচেছ এটি কোন দালাল দুষ্কৃতিকারী টাকা নয়। আমরা চাই সঠিক উপাদান সঠিক পদ্ধতি ব্যবহার করে রাস্তা সৎকারের কাজ হোক। এটি যেন দৃশ্যমান হয় দাবি আমেরিকান প্রবাসীর।
