পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বগুড়ার রমজান আলী

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর তত্তাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামানিককে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদায়ন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর উপ সচিব প্রশাসন সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত দপ্তরাদেশে প্রকৌশলী মোঃ রমজান আলী কে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেল – ৬ থেকে পদোন্নতি দিয়ে চিফ ইঞ্জিনিয়ার হিসাবে রিভার ম্যানেজমেন্ট এ ন্যস্ত করা হয়েছে।

তিনি বি, এস-সি ইঞ্জিনিয়ারিং (সিভিল) -১৯৮৭ এ, রুয়েট, থেকে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পজিশন পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আউটস্ট্যান্ডিং প্রতিভার জন্য গোল্ড মেডেল প্রাপ্ত। ইন্ডিয়ান সরকারের কলম্ব প্লান স্কলারশিপে ভারতের আইআইটি, রুর্কি থেকে এম, এসসি ইঞ্জিনিয়ারিং ইন হাইড্রোলজি সম্পন্ন করেন ২০০৪ এ। তিস্তা ব্যারেজ, মুহুরি সেচ প্রজেক্ট, বরিশাল ইরিগেশন প্রজেক্ট, ঠাকুরগাঁও টিউবওয়েল প্রজেক্ট সহ অন্যান্য ফিল্ড অফিস ও ডিজাইন অফিস মিলে ৩১ বছরের অভিজ্ঞ প্রকৌশলী। দঃ কোরিয়া, ভিয়েতনাম, পর্তুগাল সহ বিভিন্ন দেশের প্রশিক্ষণ প্রাপ্ত। ব্যক্তি জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বাসা মালতিনগর, পিতাঃ মরহুম আবুল কাশেম, সমাজ সেবক ছিলেন। গ্রামঃ গোবিন্দপুর, পোঃ চাপাপুর, উপজেলাঃ আদমদিঘি, বগড়ার কৃতি সন্তান। বগুড়া আজিজুল হক কলেজের ১৯৮২ ব্যাচের ছাত্র।রমজান আলী প্রামানিক রিপন বগুড়া শহরের মালতিনগর এর অধিবাসী। তিনি তার শৈশব ও কৈশর জীবন এখানে কাটিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ