আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ নং বর্ণী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবকদের উদ্যোগে.আমাদের ছোট সামাজিক সংগঠন।'বর্ণী ইসলামী সমাজ কল্যাণ সংস্থা'।এই বছর এই সংগঠনের নতুন যাত্র শুরু করেছে। এবং এই বছরে প্রথম ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করা হয়।
'শিক্ষা"এক্য"সমাজসেবা'
এই তিনটা কাজকে হাতে নিয়ে নতুন ভাবে গঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রিয়াজ আলি,ও সংগঠনের দায়িত্বশীল,কর্মী, সদস্যরা।আল্লাহ যেন এই সংগঠনের প্রবাসী,দায়িত্বশীল,কর্মী, সদস্য সবাইকে আল্লাহ কবুল করেন।