ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিররণ

মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিররণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঝিকরগাছার বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাওরা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং  অধ্যাপক ডাঃ রওশন আরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ