১৯৭৭ সালে তরিকুল ইসলাম যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদুর রহমান টিটো জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন ১৯৮৪ সালে যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টির প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগের নৌকা মার্কায় যশোর সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আলী রেজা রাজু বিএনপি করতেন। ১৯৯৩ সালে তিনি যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর তিনি আওয়াম ীলীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি যশোর সদর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৫ জুলাই তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আলী রেজা রাজুর মৃত্যুর ২ বছরের মাথায় ২০১৮ সালের ৪ নভেম্বর তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন ঢাকা অ্যাপোলো হাসপাতালে। দুই বন্ধুকে হারিয়ে বেঁচে ছিলেন খালেদুর রহমান টিটো। তিনি রোববার যশোর সিএমএসএ শ্বাসকষ্ট জনিত কারণে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিন বন্ধুর রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও যশোরের উন্নয়নে সর্বদা ছিলেন এক। আমৃত্যু তারা বন্ধুত্ব ধরে রেখেছিলেন।