মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ সপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা, কুলাউড়া উপজেলা শাখার "সাধারণ সম্পাদক" সাঈদ আহমদ এর জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গত ০৬|০১|২০২১ ইং কুলাউড়ার অভিজাত চায়নিজ রেস্টুরেন্ট "কিং ক্যাফে এন্ড মিনি চায়নিজে" এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ। কুলাউড়া উপজেলা আল ইসলার যুগ্ম-সাধারণ সম্পাদক, এহসানুল মাহবুব জাকির। প্রবাসী কমিউনিটি নেতা সালাম খান রুয়েল৷ কুলাউড়ার বিশিষ্ট ব্যাবসায়ী, নূরজ্জামান রাসেল। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা কুলাউড়া ইউনিটের সভাপতি, মোঃ জাবের হুসাইন। সিনিয়র সহ-সভাপতি, লিমন আহমেদ তালুকদার। যুগ্ম-সাধারণ সম্পাদক, বুরহান উদ্দীন। যুগ্ম-সাধারণ সম্পাদক- মুমিনুল ইসলাম সাব্বির। সোস্যাল কেয়ার অব নেশন কুলাউড়ার প্রচার সম্পাদক, সুমন আহমেদ। শাকিল আহমদ,রুমেল আহমদ,মাজহারুল ইসলাম পারভেজ সহ আরো প্রমুখ