মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃশিক্ষা,ঐক্য,প্রগতি এই মূলধারা কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫ জানুয়ারি শুক্রবার মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সাক্ষরিত পেজে ২১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।কুলাউড়া উপজেলা শাখা ছাএদলের আহবায়ক কমিটির পূর্নাঙ্গ তালিকা নিম্নে দেওয়া হলোঃ-
আহবায়ক-সুলতান আহমদ টিপু ও সদস্য সচিব-সাইফুর রহমান সাইফুল।
যুগ্ম আহবায়কঃ-
তানজিল হাসান খান, রাহিদ আলাম নাঈম, মাসুদ রানা, জিহাদ আলম, মোশারফ হোসেন মিজু, ইউসুফ আলী রুনি, এমদাদুল হক মিলন, রায়হান আহমদ, আনহার হোসেন, অমিত মল্লিক বিজয়, ফরহাদ আঞ্জুম মুবিন, আনসার আহমদ, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান তালুকদার।
সদস্যঃ-
তাজ উদ্দিন তাজ, রেজাউল ইসলাম শাফি, বুরহান উদ্দিন, রাবিদ হাসান পারভেজ, জিসান আহমেদ রাজু।
সাক্ষরিত পেজে বলা হয়েছে আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।