এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মহাকাল পাড়ার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ হয়েছে। থানা পুলিশের সহযোগিতায় ইমিগ্রেশনকে জানানোর পর এ চেষ্ঠা ব্যর্থ হয়। জানা গেছে মহাকাল পাড়ার ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে রাখাল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২০ সালে তার স্ত্রী নিয়তী রানী দাস, ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করে। মামলার পর আদালত রাখালের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। সম্প্রতি রাখালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রীর ভাই প্রদ্যুত কুমার দাস ১৫ জানুয়ারী ২০২১ তারিখে নাসিরনগর থানা সাধারণ ডায়েরী নং ৭৬৮ দায়ের করে। এরই মাঝে রাখাল পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা করে। এ খবর জানতে পেরে রাখালের শ্যালক ও স্ত্রী মিলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে বিষয়টি অবগত করে। পুলিশ সুপারের নির্দেশে নাসিরনগর থানা পুলিশ বিষয়টি লিখিত ভাবে বিমান বন্দর কর্তৃপক্ষকে অবগত করলে, রাখালের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে স্ত্রী সন্তানকে নির্যাতনকারী রাখাল পলাতক রয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)