চামটাহাট তরুন প্রজন্ম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,উপজেলা প্রতিনিধি:-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চামটাহাট তরুন প্রজন্ম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ নং মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তরুন সমাজসেবক ও ইউ. পি সদস্য আফতাবুজ্জামান দুলালের সভাপতিত্বে ২নং মদাতী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও বিশিষ্ট সমাজসেবক শাহাজাদা আলম প্রমুখ উপস্থিত ছিলেন । উক্ত ফাইনাল  খেলায় খেলায় চামটাহাট vs গাগলার পার লড়েছিল। খেলায় চ্যাম্পিয়ান পিয়াস ও প্রিন্স গাগলার পার রানার্সআপ  জুলফিকার ও মিসহেট চামটা হাট।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ