মোঃ রাশেদুল ইসলাম রাশেদ: বাংলাদেশের সিমান্তবর্তী জেলা লালমনিরহাট। সেই জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নে মৌজাশাখাতী নামক গ্রামে সেচ্ছাসেবী সংগঠন "মানব কল্যাণ ফাউন্ডেশন"প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমান সমাজে যুব সমাজ যখন মাদকের প্রতি আসক্ত,সেই সময় মৌজাশাখাতী(মঙ্গলেরডাঙ্গা)এর যুবকেরা একতা বদ্ধ হয়ে মাদক কে "না" বলে জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে।সমাজের অসহায় মানুষের মাঝে তারা শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদাতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মো:আফতাবুজ্জামান দুলাল,ইউপি সদস্য ২নং মদাতি ইউনিয়ন।
মো:মাহবুবুর রহমান,প্রভাষক, লালমনিরহাট বি.এম কলেজ।মো:উমর ফারুক,প্রভাষক, দইখাওয়া আদর্শ কলেজ।মো:তৌহিদুল ইসলাম বাবু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,শাখাতী উচ্চ বিদ্যালয়।
মোঃআবুল বাশার লাভলু,প্রধান শিক্ষক,
মৌজাশাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।মো:আব্দুল হামিদ,প্রধান শিক্ষক,মিস্ত্রীপাড়া ইবতেদায়ী মাদ্রাসা।মো:আব্দুল মজিদ,সহকারী শিক্ষক, খানাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।মো:মেহেদী হাসান,পল্লি সঞ্চয় ব্যাংক,
হাতিবান্ধা শাখা।
আরও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
হাফেজ মাওলানা মো: ইয়ারউদ্দীন সাহেব,
সভাপতি,মানব কল্যাণ ফাউন্ডেশন।
সংগঠনটি কিছুদিনের মধ্যে বিভিন্ন উন্নায়নমূলক কাজ করে এলাকায় তথা পুরা কালীগঞ্জ উপজেলায় তাদের নাম ছড়িয়ে গেছে।