মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃআগামীকাল ৩০ জানুয়ারী নড়াইল পৌরসভার ও কালিয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা নির্বাচন অফিস।
আজ বেলা ১২টায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, জিয়াউর রহমান জামি সহ জেলার অন্যান্য সাংবাদিকরা এ মতবিনিময়ে অংশ নেন।
আলোচনায় জেলার দুইটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলার জরুরী মিটিংয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন গুজবে কান দিবেন না, গুজবকারীদের ধরিয়ে দিন। সকলে মিলে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিন।
সুষ্ঠু নির্বাচন করতে সবার সহযোগিতা কামনা করেন।