নন্দীগ্রামে পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত'নৌকার জয়

আব্দুল আহাদ,নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি:
তৃতীয় ধাপে নন্দীগ্রাম  পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে এবং করোনায় স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবার নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের আনিছুর রহমান , বিএনপির ধানের শীষ প্রতিকে সুশান্ত কুমার শান্ত ,  স্বতন্ত্র থেকে জগ প্রতিকে কামরুল হাসান সিদ্দিকী জুয়েল । নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আনিছুর রহমান  নৌকা প্রতিক নিয়ে ৭৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপির সুুশান্ত কুমার শান্ত ধানের শীষে ৫১৮৮ ভোট পেয়েছেন । এছাড়া ও  কামরুল হাসান সিদ্দিকী জুয়েল স্বতন্ত্র থেকে জগ প্রতিকে ৬৩৪ ভোট পেয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ