রহমতউল্লাহ আশিকুর জামান নুর,প্রতিনিধি,নওগাঁঃননওগাঁয় বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ (জয়পুরহাট র্যাব)।
মঙ্গলবার (১২ জানুয়ারী) রাতে সদর উপজেলার শিবপুর বাইপাস ব্রিজের মোড় এলাকা থেকে এক হাজার ৪৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- নওগাঁ সদর উপজেলা সিংবাছা গ্রামের ইয়াছিনের ছেলে অটোরিকশা চালক বিল্লাল হোসেন (৪০), নাটোর জেলার চক বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম (৪৩) ও সূর্যবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৮)।
র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপারএমএম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদে র্যাবের সদস্যরা নওগাঁ সদর উপজেলার শিবপুর বাইপাস ব্রিজের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি অটোরিকশা থামিয়ে সন্দেহমূলক তল্লাশি করা হয়। পরে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও দুলাল সরদারসহ অটোরিকশার চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম ও দুলাল সরদার দিনাজপুর, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
তিনি বলেন, রফিকুল ইসলাম পাকশী এবং সান্তাহার রেল স্টেশন এলাকায় প্রায় ২২ সদস্যের একটি চুরি ও ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছে।