টাংগাইলে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.শাহিনের নির্বাচনী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:আসন্ন টাংগাইল পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মো.শাহীনের টেবিল ল্যাম্প মার্কার  সমর্থনে এলাকায় ব্যাপক গণসংযোগ ও  জনসভা অনুষ্ঠিত হয়।

আজ মংগলবার,২৬ জানুয়ারি ২০২১ খ্রি.সকাল ৮.০০ টা থেকে ৯ নং ওয়ার্ডে প্রত্যেক অলি গলিতে টেবিল ল্যাম্প মার্কার হ্যান্ডবিল নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করা হয় এবং বেলা ২.৩০ মিনিটে হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মানিত ভোটারদের নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় কাউন্সিলর পদপ্রার্থী মো.শাহীন বলেন, এই ওয়ার্ডে কাউন্সিলর  আসে কাউন্সিলর  যায় কিন্তু পৌরবাসীর অথাৎ এই মহল্লার  ভাগ্যের কোন পরিবর্ত হয় না। এর মূল কারণ হচ্ছে দুর্নীতি। আর যুবসমাজকে ধ্বংস করছে মাদক। আমি নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না এবং মাদক মুক্ত সমাজ ও এলাকার রাস্তাঘাট সহ একটি আর্দশ ওয়ার্ড গড়ার লক্ষ্যে গ্রহণযোগ্য কর্মসূচি হাতে নিব,ইনশাআল্লাহ। 
টেবিল ল্যাম্পের গণসংযোগ ও জনসভায় উপস্হিতি ছিলেন ৯ নং ওয়ার্ডের ছাত্র,শিক্ষক,চিকিৎসক,শ্রমিক,কৃষক,দিনমুজুরী,আলেম সমাজ,মাতাব্বর সহ সর্বস্বরের সম্মানিত নাগরিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ