দেলদুয়ার জামায়াত সেক্রেটারি ছানোয়ার হোসেন আর নেই,জামায়াত নেত্ববৃন্দের শোক প্রকাশ

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা শাখার নব নির্বাচিত সেক্রেটারি,বিশিষ্ট হোমিও চিকিৎসক,সাবেক নাগরপুর উপজেলা কৃষি অফিসের স্টার্ফ  জনাব মো.ছানোয়ার হোসেন গত রাত ৮.৩০ মিনিটে নিজ বাসভবনে হার্ট এ্যাটাকে ইন্তেকাল করিয়াছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের ইন্তেকালের সময় বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর।

মরহুম জ্বনাব ছানোয়ার হোসেনের জানাযা নামায আজ রবিবার,২৪ জানুয়ারি ২০২১ খ্রি.সকাল ১১.টায় হিংগানগর হাফিজিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে সামাজিক কবর স্হানে দাফন করা হয় । 

মরহুম ছানোয়ার হোসেনের পিতা মৃত কায়েম উদ্দিন সরকার, বাড়ি দেলদুয়ার হিংগানগর চড়পাড়া। 
তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মিয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

নির্ভিক এই দায়ীর আকস্মিক মৃত্যুতে টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর জনাব আহসান হাবিব মাসুদ, জেলা সেক্রেটারি জনাব হুমায়ুন কবির, দেলদুয়ার উপজেলা আমীর মাওলানা আল মোমিন, নাগরপুর উপজেলা আমীর মাও.মো.রফিকুল ইসলাম সাহেব,সেক্রেটারি আলহাজ্ব মো.আব্দুস সালাম, টাংগাইল জেলা ছাত্র শিবির সভাপতি মো.মেহেদী হাসান রনি,জেলা সেক্রেটারি মো.সাইফুল ইসলাম,নাগরপুর উপজেলা ছাত্র শিবির সভাপতি মো.তোফায়েল আহম্মেদ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

মাহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন মহান আল্লাহ যেন তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন,আমিন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ