আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে, সাতক্ষীরা সদরের তাপস এগ্রো ইন্ডাস্ট্রিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্ধারিত পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার না করায় "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০" অনুযায়ী তাপস এগ্রো ইন্ডাস্ট্রি এর ম্যানেজারকে ৮হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে চাউলসহ নির্ধারিত পণ্যে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা বা মোড়ক ব্যাবহারের জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।