সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- আসন্ন ১৪ ফেব্রুয়ারী পটিয়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে ১,২,৩, নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিশিষ্ট নারী নেএী পটিয়া সরকারি কলেজ ৯৪ ব্যাচের কৃতি শিক্ষারথী ফাতেমা বেগম। এ নির্বাচনে ফাতেমা বেগম এর মার্কা জবাফুল। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত গনসংযোগ করে জবাফুল মার্কায় ভোট প্রার্থনা করে চলেছেন। এতে ভোটারগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে এলাকায় উন্নয়ন গরীব অসহায় মেহনতী মানুষের পাশে
দাড়াতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।ফাতেমা বেগম বলেন, বঞ্চিত নারীর অধিকার আদায়ের পাশাপাশি এলাকা
প্রত্যেকটি যুবকদের আজ উচিত জাতিকে কিছু ভালো উপহার দেওয়া। তরুণ যুবসমাজ একটি সুন্দর সমাজ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে পারে জাতিকে পরিবর্তন মাধ্যমে মাদক মুক্ত আদর্শ মডেল সমাজ উপহার দিতে পারে। তিনি প্রশ্ন রেখে বলেন, আজ ভবিষ্যৎ প্রজম্ন আমাদের দিকে তাকিয়ে আছে তারা আমাদের দেখে শিখবে তাই আসুন আমরা সবাই দেশ ও জাতি গঠনে শপথ নিই।
সচেতন যুবসমাজে যদি উপরোক্ত দায়িত্ব ও কর্তব্য পরম নিষ্ঠার সাথে পালন করে এবং নিজেদেরকে আত্নসচেতন, স্বয়ম্ভর করে গড়ে তোলে, তবে দেশ গঠনে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে। কারন উপরোক্ত কর্তব্য সম্প্রদান করতে গিয়ে তারা আগামি দিনের জন্য নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনে স্মরণযোগ্য অবদান রাখতে পারবে। বস্তুত আমাদের সংগ্রামী যুবসমাজ যদি তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ নিষ্ঠা ও প্রযত্নের সাথে সম্পন্ন করে এবং আমাদের যুবকদের অতীত গৌরবদিপ্ত কর্মকান্ড থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলে তবে আগামি দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় হাতিয়ার হিসেবে তারা চির পরিচিত হবে। আমাদের দেশের মত স্বল্প শিক্ষিত উন্নয়নশীল দেশে যুবসমাজেই সকল আশা-ভরসার স্থল। মানব কল্যানে উদ্ধুদ্ধ হয়ে প্রতিটি যুবক-কে দেশ ও জাতির প্রতি নিজেদের দায়িত্ব পালনের সচেষ্ট হয় তবেই জাতিয় জীবনে আসবে সামগ্রীক মুক্তি। ফাতেমা বেগম ১৪ ফেব্রুয়ারী পটিয়া পৌরসভা নির্বাচনে জবাফুল মার্কায় ভোট নির্বাচিত করলে মডেল আদর্শ ওয়ার্ড গড়ে তুলার অঙ্গিকার ব্যক্ত করেন।
