মসর দৈলজোড় তরুণ সমাজের উদ্যোগে নাইট টুর্নামেন্ট

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা এখন মেলে খুব কমই। এমন এক সময়ে মসর দৈলজোড় তরুণ সমাজের উদ্যোগ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিল আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন মসর দৈলজোড় তরুণ সমাজ। আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধা ৬টা থেকেই দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পাওয়ারফুল সব বৈদ্যুতিক বাতির সাথে নতুন মাত্রা যোগ করে। শনিবার মসর দৈলজোড় তরুণ সমাজের  উদ্যোগে মসর দৈলজোড় উচ্চ বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলের পরিচিত মুখ  জনাব মোহাম্মদ  মজিদুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক সারপুকুর ইউনিয়ন আদিতমারী। দর্শকরা উচ্ছাস প্রকাশ করে। আদিতমারী  উপজেলার বিভিন্ন স্পনসারের সৌজন্যে টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। শুরুতে নক আউট পর্বের খেলায় ৪টি দল বিজয়ী হয়ে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমি থেকে সরাসরি ফাইনালে চলেযায় । ফাইনালে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব  নীল কমল রায়, মোঃ বাদশা আলমগীর সভাপতি বাংলাদেশ কৃষক লীগ  আদিতমারী উপজেলা শাখা,  সরুজ আলী জনতা ব্যাংক লিমিটেড, শ্রী পুষ্পজিৎ রায়, শ্রী সুনিল চন্দ্র রায়, শ্রী মনোজ কুমার রায়, জনাব ডাঃ ইউসুফ আলী টিপের বাজার, শ্রী অনিল চন্দ্র রায় সহকারী শিক্ষক মসর দৈলজোড় উচ্চ বিদ্যালয়, আব্দুর রাজ্জাক  বিশিষ্ট সমাজ সেবক, শ্রী নয়ন কুমার রায় সমাজ সেবক মসরদৈলজড়। 
সভাপতিত্বে করেন আবুল কালম আজাত আয়োজনেঃ বাঙ্গালী সংসদ,  সারপুকুর, আদিতমারী,  লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ