যশোরে তারেক রহমানের গ্রেফতারের পরয়ানা জারিতে ছাত্রদলের বিক্ষোভ

 সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়বাদি ছাত্রদলের যশোর জেলা কমিটির নেতৃবিন্দু আজ সকাল ১১.০০ ঘটিকায় যশোর ঈদগাহ ময়দান থেকে বিহ্মোভ মিছিল বের করেন। যশোর সার্কিট হাউজ হয়ে বিহ্মোভ মিছিলটি শেষ করে ছাত্রদলের জেলা কমিটি। এ বিহ্মোভ মিছিলে অংশ গ্রহন করেন যশোর নগর, মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয় ও যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।  তাদের একদফা একদাবি তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি না করা। এসময় বাংলাদেশে সরকারের বিভিন্ন খারাপ দিক তুলে ধরে মিছিলটি তারা শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ