সাতক্ষীরা সদরের মাগুরা থেকে এক গৃহ বধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা সদরের মাগুরা গ্রকম থেকে এক গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামী শিক্ষক সাধন সাধুকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৭ জানুয়ারী) সকালে সদর উপজেলার মাগুরা গ্রাম থেকে নিহত গৃহবধূ বিউটি সাধূ (২৮) লাশ উদ্ধার করা হয়,  তিনি মাগুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন সাধুর স্ত্রী ও ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খার মেয়ে। 

সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক সাধন সাধুর সাথে অন্য একটি মেয়ের পরকিয়া চলছিলো এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল মঙ্গলবার রাতের কোন এক সময় বিউটিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর এই হত্যাকে তারা আত্নহত্যা বলে প্রচার করতে থাকার এক পর্যায়ে, সাতক্ষীরা সদর থানার পুলিশ সকালে তার লাশ উদ্ধার করেন,
মৃত্যু বিউটি সাধুর একটি ৪ বছরের ছেলে রয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত্যু গৃহবধুর স্বামী স্কুল শিক্ষক সাধন সাধুকে  আটক করা হয়েছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার আসল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ