সিরাজগঞ্জে নির্বাচনি আচরণ বিধিমালা লংঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড

 মাসুদ রানা,,সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ  ১২ জানুয়ারি দিবাগত রাতে  নির্বাচনি আচরণ বিধিমালা লংঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন নির্বাচন বিধিমালা প্রতিপালনের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে মুজিব সড়ক সংলগ্ন এলাকায় ০৩ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের পরে(রাত ০৮টার পরে মাইকিং বা সাউন্ড বাজানোর মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ) মাইকিং এর মাধ্যমে প্রচারণা করায়  খাজা বিপুল নামক জনৈক কাউন্সিলর প্রার্থীকে পৌরসভা (নির্বাচন আচরণ)  বিধিমালা ২০১৫ লংঘনের দায়ে ৫০০০টাকা অর্থদণ্ড করেন বলে যানান  । অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফগণ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ