আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোনার মোহনগঞ্জে ভুমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমি ও ঘর প্রদান করেন।
শনিবার (২৩.০১.২০২১তারিখ) সকাল সারে ১০ টায় উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে যাদের ঘর আছে ভুমি নেই এবং যাদের ভুমি নেই ঘর ও নেই এই রকম ৩৬ টি পরিবারের মধ্যে ভুমি ও ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় হলরুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান,সহকারী কমিশনার(ভুমি)নাজনীন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মাশুল তালুকদার,উপজেলা প্রকল্প কর্মকর্তা রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত,বারহাট্টা সার্কেল সাইদুর রহমান, ওসি আব্দুল আহাদ খান, প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবুল কাসেম আজাদ সহ প্রমুখ।